জনস্বার্থ সাংবাদিকতার নানা দিক নিয়ে সাতক্ষীরায় তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ‘জনস্বার্থে বলি, নির্ভয়ে নিরাপদে’ শীর্ষক তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে শেষ হয়েছে। শহরতলীর মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ কর্মশালা ইউরোপীয়ান কমিশনের অর্থায়নে, এফআরইইডি প্রকল্পের সহযোগিতায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
তিন দিনে জনস্বার্থ সাংবাদিকতার মূল দর্শন, স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীল প্রতিবেদন, মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য ও অপতথ্য শনাক্তকরণ, ডিজিটাল সুরক্ষা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন নূর সিদ্দিকী, কামাল হোসেন এবং সোহানা পারভীন।
নূর সিদ্দিকী বলেন,
“জনস্বার্থ সাংবাদিকতা মানুষের জীবনে পরিবর্তন আনে। মানুষের ক্ষুদ্রতম প্রয়োজনকেও সাংবাদিকতার মূল কেন্দ্রে রাখাই একজন পেশাদার সাংবাদিকের দায়িত্ব।”
অন্য সেশনগুলোতে ডিজিটাল মিডিয়া লিটারেসি, মিসইনফরমেশন-ডিসইনফরমেশন, অনলাইন নিরাপত্তা, সৃজনশীল গল্প বলা, নীতিগত ও অন্তর্ভুক্তিমূলক সাংবাদিকতা এবং মাঠপর্যায়ের রিপোর্টিং কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণে প্রথম আলো, সময় টিভি, দেশ টিভি, যমুনা টিভি, চ্যানেল ২৪, কালের কণ্ঠ, বণিক বার্তা, বাংলানিউজ, ডিবিসি নিউজ, গ্লোবাল টিভি, যুগান্তর, বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশনে উৎসাহ দেওয়া এবং জনগণকে ভ্রান্ত তথ্য থেকে সুরক্ষিত রাখাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল।
