জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে আহত আনারুল গাজীর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে ভোমরা-বাদামতলা নামক স্থানে মোটরসাইকেলে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছেন আশাশুনি উপজেলার দক্ষিণ বুধহাটার নজরুল গাজীর ছেলে আনারুল গাজী (৩০)। বুধবার (১০ ডিসেম্বর) রাতে আহত আনারুল গাজীর বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও তার পাশে থাকার প্রতিজ্ঞা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন।
কাজী আলাউদ্দীন সমবেদনা জানিয়ে বলেন, "আনারুল গাজীর সাথে যা হয়েছে তা খুবই দুঃখজনক। আমরা তার সুস্থতার জন্য দোয়া করছি এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবো।"
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
