আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সচেতন ভোটাররা— ইকোনমিক জোনের ঘোষণায় আলোচনায় বিএনপির কাজী আলাউদ্দিন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সচেতন ভোটাররা—অবহেলিত আশাশুনি অপেক্ষায় পরিকল্পিত উন্নয়নের

সাতক্ষীরা জেলার সবচেয়ে অবহেলিত উপজেলা আশাশুনি। অপরিকল্পিত উপজেলা শহর, জলবায়ুর বিরূপ প্রভাবে গাছপালা কমে যাওয়া, লবণাক্ত আবহাওয়া, জরাজীর্ণ বেড়িবাঁধ, ঘূর্ণিঝড়–জলচ্ছ্বাস ও বন্যায় বিধ্বস্ত এই অঞ্চল আজও পর্যাপ্ত অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত।

চিংড়ি, কাঁকড়া ও মাছ চাষে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আশাশুনিতে নেই উন্নত চিকিৎসা কেন্দ্র, নেই মানসম্মত খেলার মাঠ, নেই নির্ভরযোগ্য সুপেয় পানির ব্যবস্থা। কালি গঞ্জ ও আশাশুনি উপজেলাকে নিয়ে গঠিত সাতক্ষীরা–৩ আসনে বিভিন্ন সময়ে একাধিক সংসদ সদস্য নির্বাচিত হলেও কেউই পরিকল্পিত উন্নয়নের কাজে পুরোপুরি সফল হতে পারেননি বলে অভিযোগ এলাকাবাসীর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার ভোটাররা আরও বেশি সচেতন। তারা বলছেন—এবার এমন প্রতিনিধিকে ভোট দিতে চান যিনি এলাকার সমস্যা বুঝবেন, পাশে থাকবেন এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করবেন।

এই তালিকায় এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী, সাবেক সফল এমপি কাজী আলাউদ্দিন। জানা গেছে, তিনি যেসব ইউনিয়নে যাচ্ছেন, সেসব এলাকার সমস্যা নিজে দেখে শুনে স্থানীয়দের সাথে কথা বলছেন এবং পরিকল্পিত উন্নয়নের অঙ্গীকার করছেন।

কাজী আলাউদ্দিন জানিয়েছেন, নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলাকে ইকোনোমিক জোন হিসেবে গড়ে তুলবেন এবং ঘূর্ণিঝড়–জলচ্ছ্বাস–লবণাক্ততার স্থায়ী সমাধানসহ আধুনিক অবকাঠামো নির্মাণ করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url